নতুন গাছ নাম পেল ‘ডিক্যাপ্রিও’

অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোব- এমন ভুরিভুরি সম্মাননায় ভূষিত লিউনার্ডো ডিক্যাপ্রিও, এবার সেই ভূষণে যোগ হল নতুন একটি পালক। আর তা হচ্ছে নতুন আবিষ্কৃত একটি গাছের নাম হল তার নামে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2022, 06:09 PM
Updated : 9 Jan 2022, 06:10 PM

পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই হলিউড তারকার ভূমিকার স্বীকৃতি হিসেবে বিজ্ঞানীরা এই নামকরণ করেছেন বলে জানিয়েছে সিএনএন।

লন্ডনের র‌য়্যাল বোটানিক কিউ গার্ডেন এবং ন্যাশনাল হারবারিয়াম অব ক্যামেরুন সদস্য আবিষ্কৃত একটি গাছের নাম দেওয়ার সময় ডিক্যাপ্রিওকে জড়িয়ে নিয়েছেন।

‘উভ্যারিয়পসিস ডিক্যাপ্রিও’ নাম পাওয়া গাছটিকে ক্যামেরুনের ইবো ফরেস্টে প্রথম শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এই গাছটি ৪ মিটারের মতো লম্বা হয়। এর ফুল হলুদ-সবুজ রঙের। পরিবেশগতভাবে সঙ্কটাপন্ন একটি প্রজাতির তালিকায় রয়েছে উদ্ভিদটি।

এই গাছটির নাম হয়েছে লিউনার্ডো ডিক্যাপ্রিওর নামে।

সাধারণত নতুন গাছ পেলে তার নামকরণের ক্ষেত্রে আবিষ্কর্তা বিজ্ঞানীদের নামই বিবেচনা করা হয়। কিন্তু এবার তা ঘুরে গেল এক চলচ্চিত্র অভিনেতার দিকে।

৪৭ বছর বয়সী টাইটানিক তারকা ডিক্যাপ্রিও অবশ্য এরই মধ্যে নিজেকে পরিবেশবাদী হিসেবে পরিচিত করে তুলেছেন।

ক্যামেরুনের ইবো বনাঞ্চলের জীববৈচিত্র্য যে হুমকির মুখে পড়ছে, তা গত বছর বিশ্ববাসীর নজরে এনেছিলেন তিনি।