বিলবোর্ডে ইতিহাস গড়লেন বিটিএস’র ‘ভি’

কে পপ দল বিটিএস এর সদস্য 'ভি', যার আসল নাম কিম তেহিউংয়ের গান 'ক্রিসমাস ট্রি' বিলবোর্ড ডিজিটাল গানের বিক্রয় চার্টে নম্বর এক এর জায়গা দখল করে নিয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 12:15 PM
Updated : 6 Jan 2022, 12:16 PM

‘ক্রিসমাস ট্রি’ গানটি প্রকাশিত হয়েছিলো কান বিজয়ী কোরিয়ান চলচ্চিত্র ‘প্যারাসাইট’র অভিনেত্রী চোই উ সিক অভিনীত ড্রামা ‘আওয়ার বিলাভেড সামার’ এর সাউন্ডট্র্যাকের অংশ হিসেবে।

এই গানটির মাধ্যমে ভি তার ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক সৃষ্টি করলেন।তিনি প্রথম কোরিয়ান একক সঙ্গীত শিল্পী হিসেবে বিলবোর্ড ডিজিটাল গানের বিক্রয় চার্টে নম্বর এক এর জায়গা নিলেন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে।

এর আগে জুস ডব্লিউআরএলডির সঙ্গে মিলে বিটিএস সদস্য সুগা বিলবোর্ডে নম্বর এক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

এছাড়াও, ভি এর ‘ক্রিসমাস ট্রি’ বিলবোর্ডের শীর্ষ ১০০ এর চার্টে ৭৯ নম্বর হয়েছে, যা তাকে জে-হোপ এবং সুগা এর পরে তৃতীয় বিটিএস সদস্য হিসেবে বিলবোর্ডে একক গান থাকার রেকর্ড গড়ে দিয়েছে।

বিটিএস ‘আর্মি’রাও ভি এর এ সাফল্যে উচ্ছ্বসিত।

সম্প্রতি বিটিএস সদস্য আরএম, জিন ও সুগা কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তবে ভাইরাস মুক্ত হয়ে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন তারা।