‘পুষ্পা: দ্য রাইজ’ ৩০০ কোটির মাইলফলকে

‘৮৩’ যখন খাবি খাচ্ছে বক্স অফিসে, তখন ‘পুষ্পা: দ্য রাইজ’ ব্যবসা করছে চুটিয়ে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2022, 01:54 PM
Updated : 3 Jan 2022, 01:54 PM

দক্ষিণ ভারতের তারকা জুটি আল্লু অর্জুন-রাশমিকা মানদানার এই সিনেমা মুক্তির মাস না গড়াতেই বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।

মহামারীর মধ্যে এই সিনেমার প্রাথমিক আয়কে দুর্দান্ত বলছে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস।

১৭ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পায় তেলেগু ভাষার অ্যাকশন থ্রিলার ‘পুষ্পা: দ্য রাইজ’।

দক্ষিণ ভারতের পাশাপাশি ভারতে সিনেমাটির হিন্দি সংস্করণও বেশ সাড়া পাচ্ছে।

এখন পর্যন্ত হিন্দি সংস্করণটি প্রায় ৫৭ কোটি রুপি আয় করেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেছেন, ‘পুষ্পা: দ্য রাইজ’র হিন্দি সংস্করণ ৭৫ কোটি রুপি সংগ্রহ করতে চলেছে।

অভিনেতা আল্লু অর্জুন হিন্দি ভাষাভাষী অঞ্চলে সাড়া দেখে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “সত্যি কথা বলতে আমরা এতটা আশা করিনি। আমরা হিন্দিতে ছবিটি মুক্তি দিয়েছি এটি সফল হয় কি না দেখার জন্য। এটি অনেক ভালো সাড়া পেয়েছে। আমার মনে হয়, সর্বভারতীয় দর্শকরা বহু ধারার ফরম্যাটের ছবি মিস করে। সুতরাং, এই ফরম্যাটটিই আমাদের সাফল্যের ফল এবং এটিকেই আমি ভারতীয় সিনেমা বলি।”

‘পুষ্পা: দ্য রাইজ’ তেলেগু, তামিল, মালায়লাম, কন্নড় ভাষায়ও মুক্তি পেয়েছে। ‘পুষ্প: দ্য রুল’ শিরোনামের সিক্যুয়েল নিয়ে ফিরবে ছবিটি। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি চলচ্চিত্র নির্মাতা।