ঢাকায় গাইলেন বলিউডের র‌্যাপার বাদশাহ

প্রথমবারের মতো ঢাকার শ্রোতাদের সামনে এলেন বলিউডের র‌্যাপার, গায়ক আদিত্য প্রতীক সিং বাদশাহ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2022, 01:17 PM
Updated : 3 Jan 2022, 01:17 PM

রোববার রাতে ঢাকার এক ভেন্যুতে আয়োজিত এক হবু দম্পতির গায়ে হলুদের আয়োজনে ঘণ্টাখানেক গান পরিবেশন করেন বাদশাহ; যিনি ‘গেন্দা ফুল’ গানের সুবাদে বাংলাদেশের শ্রোতাদের কাছেও বেশ আলোচিত।

বলিউডের শীর্ষ পারিশ্রমিক নেওয়ার শিল্পীদের একজন বাদশাহ; ঢাকায় প্রথমবারের তার পরিবেশনার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেইসবুকে।

আয়োজনের পুরোটি ফেইসবুকে লাইভও করেছেন কেউ কেউ। ভিডিওতে দেখা গেছে, নিজের জনপ্রিয় আরও গানের সঙ্গে ‘গেন্ধা ফুল’ গানটিও পরিবেশন করেছেন তিনি।  

ভারতের বীরভূমের নিভৃতচারী লোক সংগীতশিল্পী রতন কাহারের লেখা গানটি বছর বাদশার কণ্ঠে ভাইরাল হয়েছিল ফেইসবুকে। গানের তালে কোমর দুলিয়ে ঝড় তুলেছিলেন বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

বাদশাহর সঙ্গে আস্থা গিল, প্রকৃতি কক্করসহ আরও কয়েকজন বলিউডি তারকাকে হলুদের আয়োজনে পারফর্ম করতে দেখা গেছে।

রোববার সকালে ঢাকার একটি হোটেলে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রকৃতি কক্কর লিখেছেন, “বছরের দ্বিতীয় দিনে বছরের প্রথম শো।”

২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে সংগীতজীবন শুরুর পর ২০১২ সালে তার থেকে আলাদা হয়ে এককভাবে গান শুরু করেন বাদশাহ।

পরবর্তীতে বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে গান করেছন তিনি।

২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের তালিকায় ভারতের ৬৩ তম ধনী তারকা হিসাবে তার নাম এসেছে।