পার্নো মিত্র করোনাভাইরাসে আক্রান্ত
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2022 03:04 PM BdST Updated: 03 Jan 2022 03:04 PM BdST
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন টালিগঞ্জের অভিনেত্রী পার্নো মিত্র।
রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে আইসোলেশনে আছেন, তার মৃদু উপসর্গ রয়েছে।
“সবশেষ ৩ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা অনুগ্রহ করে আইসোলেশনে থাকুন ও করোনাভাইরাস পরীক্ষা করুন। নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুন।”
গত বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী প্রচারের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পার্নো; ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে বরাহনগর আসনে প্রার্থী হয়ে তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি।
গত সপ্তাহে টালিগঞ্জের নির্মাতা সৃজিত মুখার্জি, গায়ক জিৎ গাঙ্গুলিসহ বেশ কয়েকজন তারকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছে।
গত কয়েকমাসে বেশ কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন পার্নো মিত্র। ‘বিলডাকিনি’ নামে বাংলাদেশের একটি সিনেমাতেও তার কাজ করার কথা রয়েছে।
ডিসেম্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, টালিগঞ্জের সিনেমার কাজ গুছিয়ে জানুয়ারিতে সিনেমার দৃশ্যধারণে যোগ দিতে ঢাকায় আসার পরিকল্পনা আছে তার।
ঢাকার সিনেমা নিয়ে ‘রোমাঞ্চিত’ পার্নো মিত্র
বিলডাকিনিতে পার্নো মিত্রের বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম; প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্র জুটি বেঁধে আসছেন তারা।
চার বছর আগে মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে পার্নোর।
২০১১ সালে অঞ্জন দত্ত পরিচালিত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটির মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
‘দত্ত ভার্সাস দত্ত’, ‘বেডরুম’, কয়েকটি মেয়ের গল্প’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’ ‘মাছ, মিষ্টি, মোর’, ‘শেষ অঙ্ক’, ‘গ্ল্যামার’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে তিনি কাজ করেছেন।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন