শ্রীলংকার চলচ্চিত্র উৎসবে মোশাররফ করিমের সিনেমা

শ্রীলংকার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে অভিনেতা মোশাররফ করিমের টলিউডি সিনেমা ‘ডিকশনারি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2021, 02:46 PM
Updated : 20 Dec 2021, 02:46 PM

উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে জাফনা শহরের কালাম কালচারাল সেন্টারে ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রদর্শিত হবে বলে এক ফেইসবুক পোস্টে জানান নির্মাতা ব্রাত্য বসু।

উৎসবটি ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে।

এ সিনেমার মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটেছে মোশাররফ করিমের;  এতে আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন নুসরাত জাহান, আবীর চ্যাটার্জি, মধুরিমা বসাকসহ আরও অনেকে।