ফ্রান্সের উৎসবে প্রদর্শিত হবে ‘অশ্লেষা’

ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে তরুণ নির্মাতা আকিব মাহমুদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অশ্লেষা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2021, 12:56 PM
Updated : 8 Dec 2021, 12:56 PM

নভেম্বর মাসে ‘বেস্ট ইন্সপিরিশনাল ফিল্ম’ ক্যাটাগরিতে  অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের দুই চলচ্চিত্রের সঙ্গে ‘অশ্লেষা’ মনোনয়ন পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান নির্মাতা। সেই মাসের সেরা ছবির মর্যাদা পেয়েছে অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য স্ট্রেজ’।

আগামী ফেব্রুয়ারিতে ফ্রান্সের এ চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া সব সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান আকিব; বিশ্বের অন্যান্য চলচ্চিত্রের সঙ্গে তার সিনেমাটিও প্রদর্শিত হবে।

প্রদর্শনীর দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও করেছেন আকিব।

মেঘনার এক চরের জেলের জীবনযাত্রার গল্পে নির্মিত সিনেমাটি এর আগে পাকিস্তানেন ভয়েন ফিল্ম ফেস্টিভালে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম’ পুরস্কার, বিইউপি ফিল্ম ফেস্টিভালের ‘বেস্ট শর্‌ট ফিল্ম’ পুরস্কার পেয়েছে।