ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় ৬ সিনেমা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়ে আসায় একে একে পর্দা উঠছে সিনেমা হলগুলোর; সঙ্গে নতুন চলচ্চিত্র মুক্তির সংখ্যাও বাড়ছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2021, 10:12 AM
Updated : 8 Dec 2021, 10:12 AM

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসেম্বর মাসে ছয়টি সিনেমা মুক্তির আবেদন পেয়েছেন তারা।

এর মধ্যে ১০ ডিসেম্বর ‘কালবেলা’ ও ‘লাল মোরগের ঝুঁটি’, ২৪ ডিসেম্বর ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘আগামীকাল’, ৩১ ডিসেম্বর ‘রাত জাগা ফুল ও ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাবে বলে জানান বাবু।

ইতোমধ্যে ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘মিশন এক্সট্রিম’। ১৭ ডিসেম্বর আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে; তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘কালবেলা’ নির্মাণ করেছেন প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুল। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ, শিশির আহমেদ।

নির্মাতা নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাও সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েলসহ আরও অনেকে।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র সিনেমায় জুটি বেঁধেছেন তরুণ অভিনয়শিল্পী নিশাত নাওয়ার সালওয়া ও আজাদ আদর।

পরিচালক অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’-এ অভিনয় করেছেন ইমন, মম।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা মীর সাব্বির। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে 'চিরঞ্জীব মুজিব' চলচ্চিত্র নির্মাণ করেছেন নজরুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ। সঙ্গে তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।