আবৃত্তিশিল্পী হাসান আরিফ ‘লাইফ সাপোর্টে’

ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 11:57 AM
Updated : 7 Dec 2021, 11:57 AM

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল ১১টায় তাকে ‘লাইফ সাপোর্টে’ দেওয়া হয়েছে বলে জানান সম্মিলিত সাংস্কৃতি জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

নাসির উদ্দিন ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে ইনটিউবিশনে (কৃত্রিমভাবে অক্সিজেন) নেওয়া হয়েছে; যেটাকে লাইফ সাপোর্ট বলা হয়।”

বৃহস্পতিবার হাসান আরিফকে ভর্তির পর রোববার থেকে নিবিড় পরিচর্যযা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তার।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ছিলেন।