শিক্ষার্থীদের কাছে অভিনেতা তৌসিফের দুঃখপ্রকাশ

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বাক-বিতণ্ডার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2021, 12:08 PM
Updated : 1 Dec 2021, 12:08 PM

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে এ অভিনেতার গাড়ি আটকে লাইসেন্স চেক করেন শিক্ষার্থীরা।

সেখান শিক্ষার্থীদের সঙ্গে তার বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে দুঃখপ্রকাশ করেন তৌসিফ।

তিনি বলেন, “আমার একটা ভিডিও হয়তো অনেকেই দেখেছেন, ছাত্রদের সাথে কথা কাটাকাটি হয়েছে, ওরা আসলে লাইসেন্স দেখানোর পরেও আমার গাড়ির গ্লাসে হাতাহাতি করছিল! এক পর্যায়ে মেজাজ হারিয়ে ওদের বকা দিতে বাধ্য হই, পরে আমি ওদের আমার আচরণের কারণে দুঃখিত বলেছি এবং সবার সাথে ছবিও তুলেছি যা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা।

“আবারও আমি আমার আচরণের জন্য দুঃখিত সবার কাছে! কেউ বিভ্রান্ত হবেন না, মনে করিয়ে দেই ছাত্রদের সাথে ২০১৮ সালের আন্দোলনে আমিও রাস্তায় নেমেছিলাম; তবে বলবো লাইসেন্স দেখানোর পরেও কাউকে যাতে হয়রানি করা না হয়।”

নয় দফা দাবিতে কয়েকদিন ধরেই রাজধানীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দালনে শামিল হয়েছে।