স্টেজ শো’র জন্য শারজাহ যাচ্ছেন নুসরাত ফারিয়া

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় একটি স্টেজ শোতে অংশ নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা ছাড়ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 01:35 PM
Updated : 25 Nov 2021, 01:35 PM

দেশটির শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ ডিসেম্বর ‘বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভাল-২০২১’ শীর্ষক আয়োজনে যোগ দেবেন এ চিত্রনায়িকা।

নুসরাত ফারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ ডিসেম্বর তিনি সংযুক্ত আরব আমিরাত পৌঁছাবেন তিনি; ২৫ মিনিটের মতো সময় তিনি মঞ্চে পারফর্ম করবেন। শো শেষ করেই দেশে ফিরবেন।

৪ ডিসেম্বর ঢাকায় আরেকটি শোতে অংশ নেবেন তিনি।

৫ ডিসেম্বর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন। সিনেমায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।

চলচ্চিত্রের পাশাপাশি গানেও  সরব ফারিয়া। ২ নভেম্বর ‘হাবিবি’ শিরোনামে নতুন একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে।

এর আগে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল ফারিয়ার। সেই গানটিরও কোরিওগ্রাফি ও মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন বাবা যাদব।

পরে ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরেকটি গানেও কণ্ঠ দেন তিনি।