তৃণমূল নেত্রী, অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ ত্রিপুরায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 12:38 PM
Updated : 21 Nov 2021, 03:43 PM

ত্রিপুরা রাজ্যে পৌর নির্বাচনী উত্তাপের মধ্যে আগরতলা পূর্ব মহিলা থানায় জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকালে সায়নীকে গ্রেপ্তার করা হয় বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর এসেছে।

নিউজএইটিন বাংলার খবরে বলা হয়, সোমবার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে রোববার রাজনৈতিক প্রচারে অংশ নিতে আগরতলায় যান যুব কংগ্রেসের নেত্রী সায়নী। প্রচার ঘিরে তুমুল উত্তেজনার মধ্যে সায়নীকে আগরতলা পূর্ব থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের মধ্যে থানার সামনে তাণ্ডব বাঁধে; হেলমেট পরে লাঠি নিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের ওপর বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

থানার সামনে উত্তেজনার মধ্যেই বিকাল ৪টায় সায়নীর বিরুদ্ধে ‘খুনের চেষ্টার’ অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহকর্মীর পাশে থাকতে থানাতেই রয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেবসহ প্রাক্তন সাংসদ সংসদ অর্পিতা ঘোষ ও কুণাল ঘোষ।

কুণাল ঘোষের বলেন, “অন্যায়ভাবে গ্রেপ্তার করল সায়নী ঘোষকে। ধিক্কার ত্রিপুরা সরকার। থানায় হামলাকারীরা গ্রেপ্তার হল না। গ্রেপ্তার হল সায়নী।”

সুস্মিতার দাবি, থানার বাইরে লাঠি হাতে, হেলমেট পরে জমায়েত করে বিজেপি। সায়নী থানায় ঢুকতেই আক্রমণ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই সঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।