ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে মুক্তি পাচ্ছে ‘নোনাজলের কাব্য’

ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের চার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 09:30 AM
Updated : 21 Nov 2021, 09:30 AM

২৬ নভেম্বর থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভালস্ক্রিন ও নারায়ণগঞ্জের সিনেমাস্কোপে এ চলচ্চিত্র দেখানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার গল্পে আবর্তিত এ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন সুমিত।

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মধ্যে ৮ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে সিনেমাটি প্রদর্শিত হয়।

এতে অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া ও তাসনোভা তামান্না। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

সিনেমাটির টাইটেল স্পনসর হিসেবে থাকছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ব্র্যান্ড ‘ফ্রেশ’।

২০১৬ সালে সিনেমাটির চিত্রনাট্য ভারতের ফিল্ম বাজারের কো-প্রোডিউসার বাজারে নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে চিত্রনাট্যের জন্য সিনেমাটি পেয়েছিল ‘স্পাইক লি রাইটিং গ্রান্ট।’