ফিরলেন মুনমুন

আড়াই বছর পর মেয়েকে নিয়ে কানাডা থেকে দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী রুমানা মালিক মুনমুন; পছন্দসই কোনো অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পেলে করতে চান বলেও জানান তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 05:12 PM
Updated : 8 Nov 2021, 05:12 PM

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে আমন্ত্রিত হয়ে এসে মুনমুন এ কথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বামী তৌফিক হোসেনের কয়েক বছর ধরে কানাডায় বাস করছেন তিনি। গত বছরের ২৪ মে কানাডায় তার মেয়ের জন্ম হয়েছে, মেয়ের নাম রেখেছেন ঈমান হোসেন।

মুনমুন জানান, প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন। জীবনের নতুন অর্থ বুঝতে শিখেছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত দেশেই থাকবেন তিনি। মনের মত কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে সে জায়গাটিতেও ফিরে যেতে চান তিনি।

এই দফায় কানাডায় ফিরে গেলেও স্থায়ীভাবে কয়েক বছর পর দেশে ফিরবেন বলে জানান।

মা হওয়ার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন তিনি। এবার কানাডায় ফিরে পুনরায় চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার।

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই পর্বটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসছে ১৫ নভেম্বর সকাল ৭টায়।