মেঘদলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

ব্যান্ড সংগীতের দল ‘মেঘদল’ এর একটি গানের মাধ্যমে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 05:50 AM
Updated : 10 Nov 2021, 09:19 AM

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসানের আবেদনে ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম গত ২ নভেম্বর মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেন। সোমবার এই আদেশের বিষয়ে জানা যায়।

এ বিষয়ে ইমরুল হাসানের বক্তব্য জানতে বিডিনিউজ টোয়েন্টিফোরের পক্ষ থেকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

গত ২৮ অক্টোবর ‘মেঘদল’ ব্যান্ডের সাত সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান। সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

মেঘদলের ভোকালিস্ট শিবু কুমার শিল, মেজবা-উর রহমান সুমন, গিটারিস্ট-ভোকালিস্ট রাশিদ শরীফ শোয়েব, বেইজ গিটারিস্ট এম জি কিবরিয়া, ড্রামার আমজাদ হোসেন, কীবোর্ড বাদক তানভীর দাউদ রনি ও বাঁশি বাদক সৌরভ সরকারকে সেখানে আসামি করা হয়।

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত।

মামলার অভিযোগ করা হয়, হজের তাকবির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিটি আধুনিক বাদ্য-বাজনার সঙ্গে মেঘদলের গানে ব্যবহার করায় বাদীর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ লেগেছে।

বিষয়টি নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই বাদী ইমরুল হাসান মামলাটি প্রত্যাহার করে নিলেন।