মিস ইউনিভার্সের আসর ইসরায়েলে, থাকছে না বাংলাদেশ

৭০তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর বসছে ইসরায়েলে; দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভ্রমণ জটিলতা বিষয়টি বিবেচনা করে এবারের আসরে কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2021, 04:14 PM
Updated : 3 Nov 2021, 04:19 PM

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়োজনের ভেন্যু হিসেবে ইসরায়েলের নাম জানার পর এ বছর মিস ইউনিভার্স বাংলাদেশের নিবন্ধন কিংবা কোনো আয়োজন করা হয়নি।

চলতি বছরের ডিসেম্বরে ইসরায়েলের বন্দরনগরী এইলাটে বসছে সৌন্দর্য প্রতিযোগিতার এ বৈশ্বিক আসর।

এবারের আসরে কোনো প্রতিযোগী পাঠানো না হলেও ২০২২ সালে মিস এ প্রতিযোগিতার ৭১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানো হবে বলে জানালেন শফিকুল।

এর আগে ২০২০ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে বিজয়ী হয়েছিলেন মডেল তানজিয়া জামান মিথিলা। ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে তার প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।