পুরস্কার পেল ‘একজন ঈশ্বরের গল্প’

কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের সেপ্টেম্বর মাসের প্রতিযোগিতায় ‘বেস্ট ফিলোসফিক্যাল ফিল্ম’ হিসেবে পুরস্কৃত হয়েছে তরুণ নির্মাতা লায়েক আহমেদ পবনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন ইশ্বরের গল্প’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 10:57 AM
Updated : 25 Oct 2021, 10:57 AM

এর আগেও বেশ কয়েকটি প্রতিযোগিতায় নমিনেশন ও পুরস্কার পেলেও এটিকেই ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে দেখছেন পবন।

পরিচালনার পাশাপাশি এ চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও প্রযোজনাও করেছেন তিনি। অভিনয় করেছেন শাহরিয়ার আহমেদ সামী, সহযোগী পরিচালনা করেছেন ইন্দ্রিয় অপূর্ব ও সংগীতে আছেন রূপক।

এক বিজ্ঞপ্তিতে নির্মাতা জানান, এখন পর্যন্ত মোট ত্রিশটিরও বেশি চলচ্চিত্র উৎসবে এ চলচ্চিত্রের প্রিমিয়ার হয়েছে। দেশের বাইরে ছয়টি ও দেশে দুইটি পুরস্কার জিতেছে।

সামনে বাংলাদেশের গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্ট (নাটোর), বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট, সিনেমেকিং ফিল্ম ফেস্টসহ (ঢাকা) আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।