ইয়োহানির সঙ্গে গাইলেন সালমান খান

‘মানিকে মাগে হিতে’ গানের কল্যাণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভার সঙ্গে সেই আলোচিত গানে কণ্ঠ মেলালেন বলিউড তারকা সালমান খান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2021, 10:15 AM
Updated : 9 Oct 2021, 10:15 AM

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস-১৫’-এর আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে গানটি পরিবেশন করেন ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি; অনুষ্ঠানে ইয়োহানির অনুরোধে তার সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গান পরিবেশনের চেষ্টা করেন অনুষ্ঠানের সঞ্চালক ‍সালমান খান।

কালারস টেলিভিশনের ইনস্টাগ্রামে প্রকাশিত এ অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে, সিংহলী ভাষার এ গানের শব্দ উচ্চারণে সালমান খানের হিমশিম অবস্থা দেখে দর্শকদের সঙ্গে ইয়োহানিও হাসি আটকে রাখতে পারেননি।

টেলিভিশনটি বলছে, এবারই প্রথমবারের মতো ভারতীয় কোনো টিভি চ্যানেলে হাজির হচ্ছেন ইয়োহানি। এবারের পর্বটি শনিবার ভারতীয় সময় রাত ৯টায় সম্প্রচার হবে।

এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়ে বলিউডের শ্রীলংকান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়োহানি; দু’জনের একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

গত ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে ‘মানিকে মাগে হিতে’ প্রকাশের পর রাতারাতি তারকা বনে গেছেন ইয়োহানি। চার মাসের ব্যবধানে ১৪ কোটিরও বেশি ‘ভিউ’ হয়েছে গানটি। যে কোনো বিচারে সিংহলি গানের জন্য এটি রেকর্ড; বলিউডের জনপ্রিয় গানগুলোকেও টেক্কা দিয়েছে গানটি।

ইয়োহানির কণ্ঠের ইন্দ্রজালে বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন থেকে আরো অনেকের নিজের মুগ্ধতার কথা বলেছেন।

বলিউডের টি-সিরিজের সঙ্গে যুক্ত হলেন ইয়োহানি

বলিউডের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে ইয়োহানি ‍যুক্ত হয়েছেন বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রীলংকার অডিও প্রযোজন প্রতিষ্ঠান পেত্তাহ ইফেক্ট।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ইয়োহানির গানগুলো আগামীতে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করবে টি- সিরিজ।

২০১৬ সালে ইয়োহানির ক্যারিয়ারের শুরু থেকে তার কাজ করছে পেত্তাহ ইফেক্ট; ইয়োহানি ছাড়াও শ্রীলংকার বেশ কয়েকজন তরুণ শিল্পীকে নিয়ে কাজ করছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি।

পেত্তাহ ইফেক্ট-এর প্রতিষ্ঠাতা দিলঞ্জন সেনেভিরত্নে বলেন, “আমরা সবসময় নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”