জেমস কনসার্টে ফিরছেন ‘শিগগিরই’

করোনাভাইরাস মহামারীর ফাঁদে কয়েক মাসের বিরতি ভেঙে ‘শিগগিরই’ কনসার্টে ফিরছেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 10:35 AM
Updated : 2 Oct 2021, 10:35 AM

শনিবার ৫৭ বছর পূর্ণ করলেন দেশের ব্যান্ড সংগীতের এ কিংবদন্তী।

জন্মদিনে তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস খানেকের মধ্যেই কনসার্টে ফিরবেন জেমস; সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

কনসার্টের দিনক্ষণ, ভেন্যু শিগগিরই চূড়ান্ত করে জানানো হবে বলে জানান রবিন।

চলতি বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মিরপুরে সিটি ক্লাব মাঠে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছেন তিনি।

মাঝে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ছয় মাসে কোনো কনসার্টে অংশ নেননি তিনি।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে; সংগীত জীবনে যাত্রাও হয়েছে বন্দরনগরী থেকেই।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন তিনি। ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবামগুলো প্রকাশ হয়।

পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ গান পরিবেশন করেন জেমস; তার গাওয়া ‘ভিগি ভিগি’র গানটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছিল।

একই বছর মোহিত সুরি পরিচালনায় ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা… মেট্টো’ চলচ্চিত্রে ‘আলভিদা’ ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গানে কণ্ঠ দেন জেমস।