টিকা নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করা জো রোগেন কোভিড আক্রান্ত

করোনাভাইরাসের টিকা নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘পডকাস্ট’ তারকা জো রোগেন কোভিডে আক্রান্ত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 05:40 PM
Updated : 2 Sept 2021, 05:40 PM

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি নিজেই আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

‘তরুণ’ এবং ‘সুস্বাস্থ্যের অধিকারী’ কারো কোভিড টিকা লাগবে না, এমন ‘ইঙ্গিত’ করে গত বছর অগাস্টে দেওয়া এক ‘পডকাস্টের’ পর সরকারি কর্মকর্তাদের সমালোচনার মুখে পড়েছিলেন জো রোগেন।

আর বুধবারের ভিডিওতে তিনি বলেন, “সারারাত আমার জ্বর ছিল, ঘাম ঝরেছে এবং আমি জানি কি ঘটছিল।”

ওরল্যান্ডো, টাম্পা এবং ফোর্ট লুডারডেলে অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পর গত শনিবার রাত থেকে অসুস্থ বোধ করছেন বলে জানান রোগেন। তবে টিকা নিয়েছিলেন কি না সে বিষয়ে কিছু বলেননি এই পডকাস্ট হোস্ট।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, যু্ক্তরাষ্ট্রের ফ্লেরিডা অঙ্গরাজ্যের ওই শহরগুলো এবং আশপাশের অন্যান্য এলাকাতেও সম্প্রতি করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ দেখা গেছে।

এর আগে গত এপ্রিলে এক ‘পডকাস্টে’ রোগেন বলেছিলেন, মহামারীর শুরুর দিকে তার সন্তানের কোভিড-১৯ এর মৃদু উপসর্গ দেখা গেছে।

ভিডিওতে তিনি জানান, সেরে ওঠার জন্য তিনি বেশ কিছু ওষুধ নিচ্ছেন। ‘রোববার খুব খারাপ অবস্থা’ ছিল জানিয়ে ভিডিওটি করার সময় ‘বেশ ভাল বোধ’ করছেন বলেও তিনি জানান। 

‘পডকাস্টে’ কমেডি ছাড়াও রাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা করেন রোগেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নিজের নামে একটি কমেডি শো চালিয়ে আসছিলেন তিনি।