সড়ক দুর্ঘটনা: অভিনেতা জোনায়েদের অস্ত্রোপচার শনিবার

ঢাকার গুলশানে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আহত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের চার অভিনয়শিল্পীর মধ্যে তরুণ অভিনেতা জোনায়েদ বোগদাদীর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে শনিবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 05:00 PM
Updated : 27 August 2021, 05:01 PM

এছাড়া শরিফুল রাজের হাতের একটি হাড়, ‍নাজিফা তুষির ঘাড়ের হাড় সরে গেছে; খায়রুল বাসারের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে।

তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমার পরিচালক মিজানুর রহমান আরিয়ান।

ওই দুর্ঘটনায় আহত অভিনেতা শরিফুল রাজের বন্ধু নাফিজ মোহাম্মদ ইসমাইলও একই হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাথায় অস্ত্রোপচারের প্রস্তুতির মধ্যেই শুক্রবার বিকালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে গেছেন বলে হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শরিফুল রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার।

নাফিজকে এখন কোন হাসপাতালে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

বৃহস্পতিবার গভীর রাতে গুলশান এভিনিউয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই পাঁচজন। তাদের মধ্যে জোনায়েদ আর নাফিজকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বাকিরা কেবিনে আছেন।

পরিচালক মিজানুর রহমান আরিয়ান তার ফেইসবুক পোস্টে লিখেছেন, অভিনেতা জোনায়েদ বোগদাদী মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন কথা বলতে পারছেন।

শনিবার তার মাথায় অস্ত্রোপচার করার কথা রয়েছে।

তারা হাসপাতালের চিকিৎসক রেজাউল করিমের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন পরিচালক।