উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে গিয়ে আরও অনেকের সঙ্গে পানিবন্দি আমিরকে উদ্ধার করেন।
চলতি সপ্তাহে ঢাকায় ভাইয়ের বাসায় পারিবারিক আয়োজনে দু’জনের বাগদান সম্পন্ন হয়েছে বলে গ্লিটজকে জানান ন্যানসি। দু’জনের হাত বদল হওয়া আংটির ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন তারা।
পাত্র গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল ন্যানসির; মহসীন একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসারের দায়িত্বে আছেন।
মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এ যুগলের আরও দুটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।
বাগদান সম্পন্ন হলেও বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান ন্যানসি।
চলতি বছরের জুলাইয়ে এক ফেইসবুক পোস্টে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন ন্যানসি।