পালালেন আফগানিস্তানের শীর্ষ পপ তারকা আরিয়ানা

তালিবান আফগানিস্তানের কাবুল দখলের পর যুক্তরাষ্ট্রের একটি জেট বিমানে চেপে তুরস্কে পালালেন জনপ্রিয় পপ তারকা আরিয়ানা সাঈদ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 04:24 PM
Updated : 23 August 2021, 04:30 PM

বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে আরিয়ানা বলেন, “আমি ভালো আছি ও বেঁচে আছি। অসহনীয় দুই রাত পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। আমি এখন ইস্তানবুলের ফ্লাইটের প্রতীক্ষায় আছি।”

এ যাত্রায় তার সঙ্গে স্বামী হাসিব সাঈদও রয়েছেন। টানা কয়েকদিনের ধকল কাটিয়ে দোহা থেকে তুরস্কের ইস্তানবুলে পৌঁছে মানসিকভাবে ধাতস্থ হওয়া চেষ্টায় আছেন আরিয়ানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “সংঘাতময় ও অবিশ্বাস্য জগৎ থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি।”

নারী শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করায় কয়েক বছর ধরেই গোঁড়া ইসলামী দল তালেবানের রোষানলে ছিলেন তিনি।

আফগানিস্তানের কাবুল জন্ম নেওয়া আরিয়ানার বেড়ে উঠা পাকিস্তান ও সুইজারল্যান্ডে। পরে আফগানিস্তানে ফেরেন তিনি।

সবশেষ আট মাস ধরে তিনি দেশটির একটি টিভি চ্যানেলে সংগীত বিষয়ক রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্ব পালন করছিলেন আরিয়ানা। কাবুলে তিনি একটি ফ্যাশন হাউস পরিচালনা করছিলেন।