মনে হচ্ছে, হলিউড আমাকে বয়কট করেছে: জনি ডেপ

দাম্পত্য জীবনের ঝড় পেরিয়ে আবারও পর্দায় আসছেন জনি ডেপ; তবে পেছনের দিনগুলো নিয়ে অনুযোগও করেছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 02:50 PM
Updated : 17 August 2021, 02:55 PM

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার ভাষ্যে, গত কয়েক বছর তার জীবন এক ধরনের পরাবাস্তবতার মধ্য দিয়ে গেছে। তার মনে হচ্ছে, হলিউড তাকে বয়কট করেছে।

নিজের নতুন সিনেমা ‘মিনামাটা’ নিয়ে দি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন এক সময়ে বিশ্বের সবচেয়ে দামি এই অভিনেতা।

পাইরেটসের জ্যাক স্প্যারোর এই দুঃসময় শুরু হয় ২০১৬ সালে দাম্পত্য সঙ্গী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদের মধ্য দিয়ে, এক বছর আগেই যারা বিয়ে করেছিলেন।

বিচ্ছেদের সময় অভিনেত্রী হার্ড অভিযোগ করেছিলেন, জনি ডেপ তাকে মারতেন। এটা শুনে হলিউডে আলোচনার ঝড় বয়ে গিয়েছিল।

ব্রিটিশ দৈনিক দি সান জনি ডেপকে ‘বউ পেটানো’ ব্যক্তি আখ্যায়িত করলে তার বিরুদ্ধে মামলাও করেছিলেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা।

সেই মামলায় হারের পর সানডে টাইমসকেই প্রথম সাক্ষাৎকার দিলেন তিনি; বললেন গত পাঁচ বছর পর্দার বাইরে থাকার অনুভূতি।

২০১৫ সালে ‘হলিউড ভ্যাম্পায়ার’ আর ‘অ্যাফ্রেইড অব ঘোস্ট’র পর ডেপকে রুপালি পর্দায় আর দেখতে পায়নি তার অগুনতি ভক্তরা। এবার তাদের অপেক্ষার অবসান ঘটেছে।

তবে নতুন সিনেমাটি যুক্তরাজ্যে মুক্তি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে না। এজন্য জনি ডেপের ব্যক্তিজীবনের কেলেঙ্কারিকেই দায়ী করা হচ্ছে।

“মনে হয়, হলিউড আমাকে বয়কট করেছে,” বলেন ডেপ।

পেটানোর অভিযোগ অস্বীকার করে হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডেপ। তবে তার ফয়সালা এখনও হয়নি।

সাক্ষাৎকারে তিনি বলেন, “একজন ব্যক্তি, একজন অভিনেতা একটি অপ্রত্যাশিত ও ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে, গত কয়েক বছর ধরে … কিন্তু আপনি তো জানেন আমি তো এগোতে চাই, যেখানে আমি যেতে চাই।”

এই যাত্রায় এবার মিনামাটো চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী ডেপ। এটি প্রযোজনায়ও লগ্নি করেছেন তিনি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে আলোকচিত্রী ইউজেন স্মিথের চরিত্রে রূপায়ন করেছেন জনি ডেপ।

গত শতকের ৭০ এর দশকে জাপানের গ্রামে মারকারি দূষণের ঘটনা প্রকাশ্যে এনেছিলেন মার্কিন আলোকচিত্রী স্মিথ, তার জীবন নিয়েই মিনামাটা।

২০২০ সালে নির্মাণ শেষ হওয়ার পর বার্লিন চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়েছিল। মহামারীকালে তারপর কয়েকদফা ঠিক হলেও পিছিয়ে যায় মুক্তির তারিখ।