‘রেহানা মরিয়ম নূর’ অক্টোবরে মুক্তির পরিকল্পনা

মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরের অক্টোবরে সিনেমা হলে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন সিনেমার সহ-প্রযোজক রাজীব মহাজন। 

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2021, 08:54 AM
Updated : 14 August 2021, 09:24 AM

জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এ সিনেমা প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সিনেমাটি আলোচিত হয়েছে।

সিনেমাটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় সহ-প্রযোজক রাজীব মহাজন বলেন, প্রাথমিকভাবে অক্টোবরে দেশের সিনেমা হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন।

“করোনাভাইরাস পরিস্থিতির উপর নির্ভর করছে সিনেমার মুক্তির দিনক্ষণ। তবে প্রাথমিকভাবে অক্টোবরে মুক্তির টার্গেট করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। করোনা মহামারীর কারণে যদিও সবকিছু অনিশ্চিত; তাই কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না।”

রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।

কানে প্রদর্শনের পর ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’; প্রকাশিত রিভিউয়ে নির্মাণ, গল্প, অভিনয় প্রশংসিত হয়েছে।

সিনেমাটি দেখে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ একে ভারতীয় উপ মহাদেশের ‘শক্তিশালী চলচ্চিত্র’ হিসেবে বর্ণনা করেছেন। নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জানিয়েছেন শুভকামনা।

দেশের ইতিহাসে প্রথমবার কানের অফিসিয়াল সিলেকশন অংশ নিয়ে ফেরা এ সিনেমা নিয়ে দেশেও দর্শকদের সামনে আনতে চান প্রযোজক-নির্মাতা।

সিনেমা হলে মুক্তির জন্য অনুমোদন পেতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন রাজীব। তিনি আশা করছেন, অগাস্টের শেষভাগে হয়ত জমা দিতে পারবেন।

সিনেমার হলের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও সিনেমাটি মুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

এ চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।