Published : 04 Aug 2021, 10:47 PM
অভিযান শেষে বুধবার রাতে পরীমনির মতো তাকেও র্যাব তাদের হেফাজতে নিয়েছে।
ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান শুরুর চার ঘণ্টা পর রাত ৮টার দিকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় র্যাব সদর দপ্তরে।
তখন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বনানী ৭ নম্বর সড়কে প্রযোজক রাজের বাড়িতেও তাদের অভিযান চলছে।
আড়াই ঘণ্টার অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে রাজকে র্যাবের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ পরীমনি ও রাজকে আটক করা হয়েছে।
“তাদের বিরুদ্ধে মামলা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে,” বলেন তিনি।
পরীমনির বাসার মতো তার বাসা থেকেও মদ উদ্ধার করতে দেখা যায় র্যাব সদস্যদের।
রাজ প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। প্রযোজকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির সদস্য রাজ অভিনয়ও করেন।