Published : 04 Aug 2021, 05:07 PM
ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে বুধবার বিকালে অভিযান শুরুর চার ঘণ্টা পর রাত ৮টার দিকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
কী কারণে তাকে তুলে নেওয়া হল, তার বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে র্যাবের কর্মকর্তারা কিছু জানায়নি।
তবে অভিযানের মধ্যে ওই বাড়ি থেকে কিছু মদের বোতল র্যাব সদস্যদের জব্দ করে আনতে দেখা গিয়েছিল।
অভিযান শুরুর পর র্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেছিলেন, “অভিযান চলছে। বিস্তারিত পরে জানান হবে।”
অভিযান শুরুর পর পরীমনির বাড়ির নিচতলায় র্যাবের সদস্যরা। ছবি: আসিফ মাহমুদ অভি
অভিযান শেষে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “তাকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।”
এই চিত্রনায়িকাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি তিনি।
লেফটেন্যান্ট কর্নেল খায়রুল জানান, বনানীর ৭ নম্বর সড়কে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতেও তাদের অভিযান চলছে।
রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি গাড়িতে করে রাজকেও নিয়ে যাওয়া হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ পরীমনি ও রাজকে আটক করা হয়েছে।
“তাদের বিরুদ্ধে মামলা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে,” বলেন তিনি।
অভিযানের সময় পরীমনির বাড়ির বাইরে সাংবাদিকরা ভিড় করে ছিলেন। ছবি: আসিফ মাহমুদ অভি
বুধবার দুপুরের পর বনানীতে পরীমনির বাড়িতে র্যাবের একটি দল উপস্থিত হলে তাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
র্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকাল ৪টার দিকে ফেইসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিতে থাকেন পরীমনি। তিনি বলেছিলেন যে তিনি ‘ভয় পাচ্ছেন’।
অভিযানের সময় ফেইসবুকে লাইভে এসেছিলেন পরী মনি।
প্রায় এক ঘণ্টা পর র্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়।
এর মধ্যে পাঁচ তলা ওই বাড়ির নিচ তলায় র্যাব সদস্যরা অবস্থান নেন। তাদের মধ্যে র্যাবের নারী সদস্যরাও ছিলেন।
বাড়ির ফটক বন্ধ করে দেওয়ায় সাংবাদিকরা ফটকের বাইরেই ভিড় করে ছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে ফটক খুলে র্যাবের একটি মাইক্রোবাস ভেতরে ঢোকে। এসময় মদের কয়েকটি বোতলসহ আরও কিছু তোলা হয় সেই গাড়িতে। পৌনে ৮টার দিকে গাড়িটি বেরিয়ে যায়।
পরীমনির বাড়িতে অভিযানের মধ্যে মদের কয়েকটি বোতলসহ আরও কিছু জব্দ করা হয়। ছবি: লিটন হায়দার
তার আধা ঘণ্টা পর সোয়া ৮টার দিকে পরীমনিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
তিন দিন আগে পুলিশি অভিযানে দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গ্রেপ্তার হওয়ার পর পরী মনির বাড়িতে অভিযান চালাল র্যাব।
পিয়াসা ও মৌকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পরীমনি সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন। ওই মামলায় ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ গ্রেপ্তার করে পুলিশ।
পরীমনি। ফাইল ছবি: আসিফ মাহমুদ অভি
নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতির ২০১৫ সালে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরীমনি নামে। এরপর দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করেছেন তিনি।