নারীকেন্দ্রিক চলচ্চিত্রে মিমি চক্রবর্তী

টলিউডের নির্মাতা মৈনাক ভৌমিকের ‘মিনি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন সংসদ সদস্য, অভিনেত্রী মিমি চক্রবর্তী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 11:23 AM
Updated : 31 July 2021, 11:23 AM

অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ির প্রযোজনায় এ চলচ্চিত্রে এক স্বাধীনচেতা নারীর পারিবারিক দায়িত্ববোধের গল্প তুলে আনা হবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সিনেমার সহ-প্রযোজক হিসেবে থাকছেন রাহুল ভঞ্জ।

দিল্লিতে লোকসভার অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন মিমি। ‘

তিনি বললেন, “মৈনাক আমাকে 'মিনি'-র চিত্রনাট্য পড়ে শোনায়। এ রকম চরিত্রে আগে আমাকে কেউ দেখেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সে দিক থেকে এই ছবি ব্যতিক্রম।”

এর আগে ‘বেডরুম’ ‘আমি ও আমার গার্লফেন্ড’, ‘মাছ, মিষ্টি অ্যান্ড মোর’ ও ‘চিনি’র এর মতো চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন মৈনাক।

মৈনাক জানান, এই ছবি টক ঝাল মিষ্টি আর দুঃখের অনুভূতি নিয়ে তৈরি। তবে এ ছবি মূলত এক স্বাধীনচেতা মেয়ের পারিবারিক দায়িত্ববোধকে কেন্দ্র করে গড়ে উঠবে।

অগাস্টে অরিন্দম শীলের ‘খেলা যখন’ চলচ্চিত্রের শুটিং শেষ করেই ‘মিনি’র শুটিংয়ে অংশ নেবেন মিমি।

মৈনাকের পরিচালনায় এবার প্রথম কাজ করছেন মিমি; এর আগে তার চিত্রনাট্যে ‘ক্রিসক্রস’ সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সিনেমাটি পরিচালনা করেন বিরসা দাশগুপ্ত।