কোডিডে সংগীত শিল্পী বর্ণ চক্রবর্তীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তরুণ কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক, নির্মাতা বর্ণ চক্রবর্তী মারা গেছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 06:47 PM
Updated : 17 July 2021, 06:47 PM

রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪১ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মঈন।

হাসপাতাল থেকে সংগীত শিল্পী জয় শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ণ চক্রবর্তীকে ১১ জুলাই থেকে হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল।

৬ জুলাই হাসপাতালে ভর্তির পর ৮ জুলাই থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন বলে জানান জয়।

চলতি বছরের এপ্রিলে প্রকাশ হয়েছে বর্ণ চক্রবর্তীর প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’। অ্যালবামের সবকটি গানের কথা, সুর ও সংগীতায়োজন তিনি করেছেন।

চারুকলা ও ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করা বর্ণ ২০১২ সাল থেকে মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।

বর্ণ চক্রবর্তীর মরদেহ এখন হাসপাতালে রয়েছে; শেষকৃত্যের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান জয় শাহরিয়ার। তার ভাই ও স্ত্রীর হাসপাতালের আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।