শনিবার বিকালে ফ্রান্স থেকে বাঁধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কান শহর থেকে ট্রেনে চেপে তারা প্যারিসের পথে যাত্রা করেছেন। রোববার সকালের ফ্লাইটে প্যারিস থেকে ঢাকার পথে উড়াল দেবেন তারা।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে কান চলচ্চিত্র উৎসবের মূল আয়োজনে প্রথমবার বাংলাদেশকে নিয়েছেন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।
উৎসবে যোগ দিতে ২৫ মার্চ ভোরে সাদ-বাঁধনরা প্যারিসের পথে উড়াল দিয়েছিলেন। দশ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে ৭ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’র ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর দর্শকদের ‘স্ট্যান্ডিং ওভেশন’ আবেগতাড়িত করেছে নির্মাতা ও অভিনয়শিল্পীদের।
কান থেকে সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের দর্শকদেরও সেই আবেগ ছুঁয়ে গেছে।
ছবি: ফেইসবুক
এ সিনেমা দেখে বলিউডের নির্মাতা ও সমালোচক অনুরাগ কাশ্যপ একে ভারতীয় উপ মহাদেশের ‘শক্তিশালী চলচ্চিত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের শুভকামনা জানিয়েছেন তিনি।
এই বিভাগে বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার একমাত্র চলচ্চিত্র হিসেবে কান ঘুরে এল ‘রেহানা মরিয়ম নূর’।
রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সাদ ও বাঁধনের সঙ্গে ফ্রান্স থেকে দেশে ফিরছেন নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, কালারিস্ট চিন্ময় রায় ও শব্দ প্রকৌশলী শৈব তালুকদার; সিনেমার প্রযোজক জেরেমি চুয়া প্যারিস থেকে সিঙ্গাপুরে ফিরবেন।