জোড়া সিনেমার জুটি পরমব্রত-প্রিয়াংকা সরকার

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ‘মানবজমিন’ চলচ্চিত্রে জুটি বাঁধলেন টলিউডের অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াংকা সরকার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 11:50 AM
Updated : 17 July 2021, 11:50 AM

প্রযোজক রানা সরকারের দুই চলচ্চিত্রে ইতোমধ্যে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ চলচ্চিত্রের ছয়টি মূল চরিত্রের মধ্যে চৈতন্যদেবের চরিত্রে অভিনয় করবেন পরমব্রত, তার স্ত্রী লক্ষীপ্রিয়ার চরিত্রে থাকছেন প্রিয়াংকা।

পরমব্রত জানান, পিরিয়ডিক চলচ্চিত্রের জন্য প্রচুর হোমওয়ার্ক করা প্রয়োজন। হাতের কাজ গুছিয়ে পড়াশোনায় মন দেবেন তিনি। ছবিতে অনেকটা সময় তাকে যেহেতু খালি গায়ে থাকতে হবে সেই বিবেনায় শারীরিক গড়নেও পরিবর্তন আনবেন।

এর আগে সৃজিতের ‘হেমলক সোসাইটি’, ‘রাজকাহিনি’ চলচ্চিত্রে কাজ করেছেন প্রিয়াংকা।

‘মানবজমিন’-এর মধ্যে দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে শ্রীজাতর। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি। মধ্যবিত্ত জীবনের গল্পে নির্মিতব্য সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে পরম-প্রিয়াংকাকে পেলেন তিনি।

শ্রীজাতের সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং।