হাসপাতাল ছাড়লেন নাসিরুদ্দিন শাহ

ফুসফুসে সংক্রমণ নিয়ে মুম্বাইয়ে এক হাসপাতালে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন বলিউডের অভিনেতা-নির্মাতা নাসিরুদ্দিন শাহ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 05:40 AM
Updated : 8 July 2021, 05:40 AM

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ২৯ জুন পি ডি হিন্দুজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন ৭০ বছর বয়সী এই ভারতীয় অভিনয়শিল্পী।

বুধবার সকালে তিনি মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ফিরেছেন বলে তার ছেলে ভিভান শাহের ইনস্টাগ্রাম পোস্টের বরাতে জানিয়েছে এনডিটিভি।

তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাসিরুদ্দিন শাহ বলিউডের বিকল্প ও বাণিজ্যিক- দুই ধারার সিনেমাতেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন চার দশকের বেশি সময় ধরে। সিনেমার পাশাপাশি মঞ্চ নাটকেও সক্রিয় তিনি।

ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতাকে সবশেষ ‘দ্য তাসখন্দ ফাইলস’ চলচ্চিত্রে বড়পর্দায় দেখা গেছে।

এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রামপ্রসাদ কি তেহরভি’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক ছবি ‘ওয়ালেট’।

অভিনেতার স্ত্রী রত্না পাঠক শাহ, দুই পুত্র ইমাদ ও ভিভান এবং কন্যা হেবা শাহও অভিনয়ের সঙ্গে যুক্ত।