সাহস: আপিল করবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দেশের প্রেক্ষাগৃহে ‘সাহস’ চলচ্চিত্রকে ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 01:52 PM
Updated : 21 June 2021, 01:54 PM

শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান।

‘অশ্লীল সংলাপ, গালাগালি ও সহিংসতার’ অভিযোগ তুলে ছবিটিতে ‘অপ্রদর্শনযোগ্য’ বলে ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার ছবির প্রযোজক-পরিচালককে আানুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে সেন্সর বোর্ড। 

সোমবার শাপলা মিডিয়ার হেড অব প্রডাকশন অপূর্ব রায় গ্লিটজকে জানান, আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

“ছবির কারেকশনের কাজ চলছে। কিছু শুটিং করতে হবে। শুটিং করে আমরা আপিল করব।”

সেন্সর বিধি অনুসারে, চিঠি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ছবির প্রযোজক-পরিচালকের। সেই বিষয়টি মাথায় রেখেই কাজ এগিয়ে নিচ্ছেন বলে জানালেন অপূর্ব।

ছবিটি প্রদর্শনযোগ্য নয় কেন?-এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের এক সদস্য বলেন, “ছবিতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। সেই সঙ্গে যুবকদের অপরাধপ্রবণতায় উৎসাহিত করে-এমন কিছু দৃশ্য রয়েছে। ফলে ছবিটি সিনেমা হলে প্রদর্শনযোগ্য নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার গল্পে এ ছবিতে অভিনয় করেছেন অর্ষা, ইমরানসহ আরও অনেকে।

বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছবির দৃশ্যধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ চলচ্চিত্রকে ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণা দিয়েছিল সেন্সর বোর্ড।