অতুলপ্রসাদের জন্মবার্ষিকীতে ঋদ্ধি-সুজয়প্রসাদের শ্রদ্ধাঞ্জলি

সংগীতজ্ঞ অতুলপ্রসাদ সেনের দেড়শোতম জন্মবার্ষিকীতে তার কথা-গানে শ্রদ্ধাঞ্জলি জানা কলকাতার সংগীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায় ও বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 02:53 PM
Updated : 20 June 2021, 04:19 PM

‘একটি নীরব যুগসন্ধি’ শিরোনামে প্রায় বারো মিনিটের আয়োজনটি শনিবার প্রকাশ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান ঋদ্ধি বন্দোপাধ্যায়।

তিনি জানান, পুরো আয়োজনের রেকর্ডিং কোনো স্টুডিওতে নয়, ঘরে বসে করা হয়েছে। এতে অতুলপ্রসাদ সেনের ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার’ গানটি পরিবেশন করা হয়েছে।

ঋদ্ধি বন্দোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাকে জানান, চল্লিশ বছর বয়সে গানটি তৈরি করেছিলেন অতুলপ্রসাদ দেন। সত্তরের দশকের গানটি রেকর্ড করেছিলেন সন্তোষ সেনগুপ্ত।

সুজয় বলেন, ‘‘অতুলপ্রসাদের জন্মের সার্ধশতবার্ষিকীর বছরে আমাদের এই শ্রদ্ধার্ঘ্যের ফলে হয়তো এই প্রজন্ম কিছুটা হলেও অতুলপ্রসাদের মন ও মননকে চিনতে পারবে। কবি ও গীতিকারের মনের গহনে পৌঁছতে সাহায্য করবে।’’

এর সংগীতায়োজন করেছেন আবলু চক্রবর্তী, ভিডিও নির্মাণ করেছেন নীলার্ঘ্য ব্যানার্জী।