মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ

প্রথমবারের মতো ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করলেন টিভি নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 12:24 PM
Updated : 15 June 2021, 12:24 PM

সোমবার ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবালের অরিজিনাল এ সিরিজের ট্রেইলার প্রকাশ করেছেন নির্মাতা; এটি জিফাইভে মুক্তি পাবে ৯ জুলাই। বাংলাদেশি দর্শকরা ওয়েব সিরিজটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

আট পর্বের এ সিরিজে বাংলাদেশের এক সাধারণ মেয়ের দেশের কর্মজীবী নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প তুলে আনা হয়েছে বলে জানান তিনি।

ফারুকী বলেন, “ওয়েব সিরিজটি নির্মাণে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। এই ওয়েব সিরিজের গল্প দর্শকদের মধ্যে একটি সামাজিক ইস্যু নিয়ে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।”  

এতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অ্যালেক্সি কসোরুকভ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর।