শিশুশ্রমের বিরুদ্ধে ‘গলি বয়’ রানা ও তাবিবের গান

শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হতে ও অসহায় শিশুদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কণ্ঠে গান তুলেছেন দুই কণ্ঠশিল্পী ‘গলি বয়’ খ্যাত রানা মৃধা ও তাবিব মাহমুদ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 03:23 PM
Updated : 12 June 2021, 03:25 PM

১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে প্রাণ আপের উদ্যোগে তারা গানটি পরিবেশন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শনিবার প্রাণ আপের ইউটিউব পেজে গানটি মুক্তি দেওয়া হয়েছে।

গানটি লিখেছেন ও সুর করেছেন রানা ও তাবিব। প্রায় আড়াই মিনিটের এই গানের দৃশ্যধারণ হয়েছে মাওয়া ও সদরঘাট এলাকায়। 

রানা ও তাবিব মাহমুদ বলেন, “যে শিশুদের হাতে স্কুল ব্যাগ থাকার কথা, যাদের এখন থাকার কথা খেলার মাঠে, অথচ সমাজের অবহেলিত অনেক শিশু যাচ্ছেন কাজের সন্ধানে, খাবারের সন্ধানে। আমাদের গানে এ কথাগুলোই তুলে ধরা হয়েছে। আশা করছি, গানটি সকলের কাছে ভাল লাগবে”।  

প্রাণ আপ এর হেড অব মার্কেটিং তন্ময় দাস বলেন, “প্রাণ আপ সবসময় সমাজের অবহেলিত শিশু ও অসহায় মানুষদের নিয়ে কাজ করে আসছে। গলি বয় রানা ও তাবিব এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

“তাদের মাধ্যমে আমরা শিশুশ্রমের বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিতে এই গানটি তৈরির উদ্যোগ নেই এবং প্রাণ আপের ফেসবুক পেজে গানটি মুক্তি দেই।”