বেঁচে আছি: ইত্যাদির ‘নাতি’ নিপু
গ্লিটজ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2021 05:25 PM BdST Updated: 12 Jun 2021 05:25 PM BdST
বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিত পাওয়া অভিনয়শিল্পী শওকত আলী তালুকদার নিপু এক ভিডিও বার্তায় জানালেন, তার মৃত্যুর খবরটি ভুয়া।
শুক্রবার বিকাল থেকে ফেইসবুকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে; বিষয়টি নিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানান নিপু।
শনিবার বিকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “একটি পত্রিকায় খবর এসেছে, বাংলাদেশের চলচ্চিত্রের কোনো এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি আল্লাহর অশেষ মেহেরবানিতে ও আপনাদের দোয়ায় এখনও জীবিত আছি। সবাই দোয়া করবেন, দীর্ঘদিন যেন আপনাদের মাঝে থাকতে পারি।”
পরে গ্লিটজের সঙ্গে আলাপকালে নিপু বলেন, “আমার জনপ্রিয়তাকে ব্যবহার করে নিজেকে হাইলাইট করার জন্য ফেইসবুকে কেউ এই ভুয়া খবরটি ছড়িয়েছে। গতকাল বিকাল থেকেই আমার বাসায় আশেপাশের মানুষজন ভিড় করছে। মোবাইলে একের পর এক কল আসছে। খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি।

প্রায় তিন দশক ধরে ইত্যাদিতে অভিনয় করছেন তিনি। শুরুতে নানা-নাতি নাট্যাংশে তার দাদার চরিত্রে অভিনয় করতেন অভিনেতা অমল বোস। অমল বোসের মৃত্যুর পর এখন তার নানির চরিত্রে অভিনয় করেন শবনম পারভীন।
আশির দশকের শেষদিক থেকে ঢাকার বিভিন্ন এলাকায় স্টেজে অভিনয় করতেন নিপু। নব্বইয়ের দশকের শুরুর দিকে রাজারবাগ পুলিশ লাইনসে স্টেজ শো করতে গিয়ে ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে তার পরিচয়। সেই থেকে ইত্যাদির সঙ্গে আছেন নিপু।
তার জন্ম, বেড়ে উঠা ও বসবাস ঢাকায়; পৈতৃক নিবাস জামালপুরে।
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর