হাসপাতাল ছাড়লেন দিলীপ কুমার

ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 01:12 PM
Updated : 11 June 2021, 01:12 PM

শ্বাসকষ্ট নিয়ে রোববার থেকে মুম্বাইয়ের পি.ডি হিন্দুজা হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন ছিলেন ৯৮ বছর বয়সী এ অভিনেতা; শুক্রবার তাকে বাসায় নেওয়া হয়েছে বলে এক খবরে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

হাসপাতালের সামনে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু সাংবাদিকদের বলেন, “তিনি এখন ভালো আছেন। আমরা তাকে বাসায় নিচ্ছি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন; সঙ্গে কিছু ওষুধ ও অ্যান্টিবায়োটিক চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার জন্য দোয়া করবেন।”

হাসপাতালের তিন চিকিৎসক নিতিন গোখলে, জলিল পার্কার ও অরুণ শাহ তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেছেন দিলীপ কুমার।

চিকিৎসক জলিল পার্কার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “তার শারীরিক অবস্থা আগের তুলনায় যথেষ্ট ভালো। গত দুইদিন ধরে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তার অক্সিজেন লেভেলেরও উন্নতি ঘটেছে। শ্বাসকষ্টও হ্রাস পেয়েছে।”

এ অভিনেতাকে মাস খানেক আগেও এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল; দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় নেওয়া হয়েছিল তাকে।

দিলীপ কুমার নামে সিনেমা জগতে পা রাখলেও তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান।

প্রায় ছয় দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন ‘আন্দাজ’, ‘আন’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘কারমা’, ‘সওদাগর’, ‘দেবদাস’ এবং ‘মুঘল-এ-আজম’সহ আরও অনেক চলচ্চিত্রে।

বলিউডের ট্র্যাজেডি কিং হিসেবে পরিচিত এই শিল্পীকে শেষবারের মতো পর্দায় দেখা গেছে ১৯৯৮ সালে, ‘কিলা’ সিনেমায়। ২০১৫ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন দিলীপ কুমার।