কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের চলচ্চিত্র

প্রথমবারের মতো কোনও বাংলাদেশি ছবি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেল বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2021, 11:28 AM
Updated : 5 June 2021, 07:35 AM

ফ্রান্সের রাজধানীর প্যারিসে বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৭৪তম আসরের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে এ ছবি।

মর্যাদাপূর্ণ এ আসরের মূল পর্বের প্রতিযোগিতা বিভাগ ও আঁ সার্তে রিগার্দ বিভাগের মধ্যে একটিতে বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনও চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

এর আগে মূল পর্বের বাইরে প্যারালাল বিভাগের ‘ডিরেক্টরস ফোর্টনাইট এ ২০০২ সালে উৎসবের ৫৫তম আসরে নির্বাচিত হয়েছিল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’। ছবিটি পুরস্কৃতও হয়েছিল।

এবারের উৎসব শুরু হবে ৬ জুলাই; চলবে ১৭ জুলাই পর্যন্ত।

‘রেহানা মরিয়ম নূর’ পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন সাদ; এর আগে ২০১৬ মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

রেহানা মরিয়ম নূর নামে ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

বাঁধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা বাংলাদেশের একটি অর্জন। এটা আমাদের সবার অর্জন।”

ছবির নির্মাতা, অভিনয়শিল্পীসহ কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরীসহ আরও অনেকে।

অমিতাভ রেজা ফেইসবুকে লিখেছেন, “বাংলা সিনেমার ইতিহাসে এর চেয়ে ভালো দিন আর কখনও আসে নাই।”

ছবিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।

ছবিটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।

ইতোমধ্যে ছবিটির ইন্টারন্যাশনাল সেলসের জন্য জার্মান ভিত্তিক সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্মস বুটিক চুক্তিবদ্ধ হয়েছে বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।