গায়ক নোবেলের বিরুদ্ধে মামলার আবেদন

তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2021, 11:16 AM
Updated : 1 June 2021, 11:16 AM

মঙ্গলবার দুপুরে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবুর পক্ষে আবেদনটি করেন আইনজীবী ফারুক আহম্মদ।

এতে অভিযোগ করা হয়েছে, নোবেল তার ফেইসবুক পেইজ দেওয়া দেওয়া স্ট্যাটাসে ইথুন বাবুকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন।

ফারুক আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার ফাইলিং এখন যেহেতু ভার্চুয়ালি হয় সেকারণে আদালতের কর্মচারীরা বলেছেন, বুধবার কিংবা বৃহস্পতিবার ভার্চুয়ালি নয়, বিচারক সরাসরি এজলাসে উঠে বিষয়টি নিয়ে বাদীর জবানবন্দি শুনে আদেশ দেবেন।”

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নোবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”

এর আগে একই অভিযোগে ২৩ মে রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছিলেন ইথুন বাবু।

এর আগে এক প্রতিবেদককে ‘বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি’র অভিযোগে নোবেলের বিরুদ্ধে কলাবাগান থানায় জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ।