নতুন সিনেমা ‘কুশি’র শুটিংয়ের জন্য তুরস্ক পাড়ি জমালেন ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেখানে গিয়ে কেবল শুটিংয়ের ছবিই নয়, একান্তে কাটানো মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি।
‘বঙ্গ বব-সিজন ওয়ান’র আয়োজনে সাহিত্যিক মাহবুব মোর্শেদের উপন্যাস ‘নোভা স্কশিয়া’ অবলম্বনে নির্মিত টেলিছবিটি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, ‘মিস্টার কে’তে অভিনয় করে ভালো সাড়া পাচ্ছি।…‘মিস্টার কে’ নিয়ে আমার একটা কনফিউশন ছিল যে, এই গল্পটা এ রকম যে, এটা সবাই হুট করে বুঝে উঠতে পারবে না। এই গল্পগুলো সবার জন্য বোধগম্যও নয়। তারপরও বেশ সাড়া পাচ্ছি। তবে এ ধরনের গল্প আমার খুব পছন্দের।”
পরিচালক ওয়াহিদ তারেক বলেন, “আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তারপরও প্রচুর ফোন পাচ্ছি এই টেলিফিল্মটি নির্মাণ করে। এতে আমি সত্যিই অবাক হয়েছি।”
পার্থ, অর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা, শাহেদসহ আরও অনেকে।