প্রথম চলচ্চিত্রে মিথিলা যেমন

ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’র ‍দৃশ্যধারণ শেষের দিকে; জন্মদিনে তার ‘লুক’ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 01:07 PM
Updated : 25 May 2021, 01:07 PM

মিথিলার জন্মদিনে মঙ্গলবার ফেইসবুকে এটি প্রকাশ করে পরিচালক মামুন লিখেছেন, ‘অমানুষ’-এ একজন যোদ্ধা।”

এ ছবিতে নুদরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন।

মার্চে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেছেন, “একটা মেয়ে দেশের বাইরে থাকে; দেশে আসার পর তার সঙ্গে অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে যায়-তার জন্য সিনেমাটা দেখতে হবে।”

মঙ্গলবার অনন্য মামুন গ্লিটজকে জানান, দুটি গান বাদে ছবির ‍দৃশ্যধারণ শেষ হয়েছে। ৩০ মে থেকে বান্দরবানে গান ‍দুটির দৃশ্যধারণ করা হবে।

কবে নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটা করোনাভাইরাস পরিস্থিতির উপর নির্ভর করছে। এখনই আমরা কোনও পরিকল্পনা করছি না।”

ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব; যাকে একজন ডাকাতের ভূমিকায় দেখা যাবে।