‘রাম-লক্ষণ’ জুটির ‘লক্ষণ’ও চলে গেলেন

বলিউডের সুরকার ‘রাম-লক্ষণ’ জুটির ‘লক্ষণ’ বিজয় পাতিল মারা গেলেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2021, 06:51 AM
Updated : 22 May 2021, 06:58 AM

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোররাতে ভারতের নাগপুরের বাসায় তার মৃত্যু হয় বলে তার ছেলে অমরের বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বিজয় পাতিলের বয়স হয়েছিল ৭৮ বছর।

‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’সহ বলিউডের শতাধিক চলচ্চিত্রে সুরারোপ করেছেন বিজয় পাতিল।

রাম-লক্ষণ জুটির ‘রাম’ সুরকার সুরেন্দ্রর ১৯৭৬ সালে মারা যান।

কিন্তু মৃত্যুর পর সঙ্গীর প্রতি সম্মান জানিয়ে রাম-লক্ষণ নামেই সুরারোপ করে গেছেন বিজয় পাতিল। তার পরিচিতিও রাম-লক্ষণ নামেই।

অমর বলেন, “অল্প কয়েকদিন আগেই বাবা করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তারপর থেকেই তিনি শারীরিক দুর্বলতার সঙ্গে ক্লান্তিবোধ করছিলেন; চিকিৎসদের পরামর্শে চিকিৎসাও চলছিল তার।”

বিজয় পাতিলের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর।

এক টুইটে তিনি বলেন, “তার মৃত্যুর খবরটি শুনে খুব খারাপ লাগছে। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তার ‍সুরে আমার অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাই।”

কয়েকদিন আগে ভারতের মহারাষ্ট্র সরকার বিজয় পাতিলকে আজীবন সম্মাননায় ভূষিত করে।

১৯৪২ সালের ১৬ সেপ্টেম্বর নাগপুরে জন্ম হয় বিজয় পাতিলের।