ঈদ একদিন, তৌসিফের সাতদিন
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2021 12:09 PM BdST Updated: 12 May 2021 12:09 PM BdST
দীপ্ত টিভিতে ঈদের সাত দিন সাত গল্প নিয়ে থাকছে তৌসিফ মাহবুবের অভিনীত নাটক।
ছোট পর্দার পরিচিত মুখ তৌসিফ এবার সরব থাকবেন ঈদের সাতদিন ধরেই।
ঈদুল ফিতরের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে তৌসিফ অভিনীত একক নাটক। ঈদের প্রথম দিন থাকছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মনের মতো বাগান‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা।
ঈদের দ্বিতীয় দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘পাঁচ ভাই চম্পা‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল।
ঈদের তৃতীয় দিন থাকছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটক ‘আওয়াজ‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল।
ঈদের চতুর্থ দিন থাকছে ইয়াছির আরাফাত পরিচালিত নাটক ‘চান্স‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সারিকা সাবাহ্। ঈদের পঞ্চম দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘হ্যালো লেডিস‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা।
ঈদের ষষ্ঠ দিন থাকছে মিতুল খান পরিচালিত নাটক ‘টোল‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল।
ঈদের সপ্তম দিন থাকছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটক ‘পা‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা।
মহামারীর এই সময়ে তৌসিফও ভুক্তভোগীদের তালিকাতেই আছেন। হারিয়েছেন দাদীকে। পরিবারের আরো কয়েকজন আক্রান্ত। এর আগে তৌসিফ নিজেও আক্রান্ত হয়েছিলেন।
নেগেটিভ হয়েই শুটিংয়ে ফিরেছেন। ফিরেই পঞ্চাশটির মতন নাটকে অভিনয় করছেন তিনি। শুটিং চলবে চাঁন রাত পর্যন্ত।
তবে সবগুলোই প্রচারিত হবে কিনা- সে ব্যাপারে নিশ্চিত নন এই অভিনেতা।
-
পরীমনির বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন নিয়ে আদালতে নাসির
-
ঈদে মুক্তি পাচ্ছে ৩ সিনেমা
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ