কোভিড-১৯ জটিলতায় চিরবিদায় নিলেন বিক্রমজিৎ কানওয়ারপাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন বলিউড অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপাল।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 03:30 PM
Updated : 1 May 2021, 03:44 PM

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা শনিবার ৫২ বছর বয়সে মহামারীতে প্রাণ হারান।

বলিউড অভিনেতা বিক্রমজিৎ একাধিক সিনেমা, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।

২০০৩ সালে মাধুর ভান্ডারকার পরিচালিত ‘পেইজ থ্রি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বিক্রমজিৎ।

পরিচালক অশোক পণ্ডিত টুইটারের পোস্ট থেকে ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকম বলিউডের এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে।

অশোক লিখেছেন, “আজ সকালে কোভিডে বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। কানওয়ারপাল। বহু ছবি এবং ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তার পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।”

‘রকেট সিং- সেলসম্যান অফ দ্য ইয়ার’, ‘আরাক্ষণ’, ‘মার্ডার ২’, ‘টু স্টেটস’, ‘দ্য গাজি অ্যাটাক’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল ডিজনি হটস্টারের ওয়েব সিরিজ ‘স্পেশ্যাল অপস’-এ।

কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা চলার মধ্যেই শনিবার মৃত্যু হয় তার।