কোভিড-১৯: ফিরে এলেন না নাদিম-শ্রাবণ জুটির শ্রাবণ

করোনাভাইরাসের থাবায় এবার দেহান্তরী হলেন বলিউডের সুরকার জুটি নাদিম-শ্রাবণের শ্রাবণ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 08:36 PM
Updated : 22 April 2021, 08:36 PM

‘সাজন’, ‘সড়ক’ সিনেমার কালজয়ী এই সুরস্রষ্টা কিছু দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন।

বৃহস্পতিবার শ্রাবণের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে সংগীত পরিচালক সঞ্জীব রাঠোড়।

সঞ্জীবের বরাত দিয়ে এনডিটিভি ডটকম জানায়, করোনাভাইরাস তার শরীরে ভয়ানক প্রভাব ফেলেছিল। জটিল অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের এসএল রাহিজা হাসপাতালে। সেখানেই শেষ লড়াই জিততে পারলেন না তিনি।

বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই সংগীত পরিচালক।

তার মৃত্যুতে জুটির অপর সংগীত পরিচালক নাদিম কান্নায় ভেঙে পড়েন। পাশাপাশি গোটা বলিউডে ভর করেছে বিষাদের মেঘ।

এর আগে সঞ্জীব রাঠোড় বাবার কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। বর্তমানে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত।

তাৎক্ষণিকভাবে শিল্পী শ্রেয়া ঘোষাল এ্ক টুইট বার্তায় একে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।

নাদিম সাফি এবং শ্রাবণ রাঠোড় ৯০’ দশকের দিকে বিভিন্ন ছবিতে সংগীত পরিচালনার জন্য জনপ্রিয়তা অর্জন করেন। কালক্রমে তারা হয়ে ওঠেন নাদিম-শ্রাবণ জুটি।

‘আশিকি’, ‘সাজান’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘পারদেস’, ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় করা তাদের গানগুলো এখনও পরিচিত।

২০০০ সালে তারা আলাদা কাজ করা শুরু করেছিলেন। তবে ২০০৯ সালে আবার তারা জুটি বেঁধে কাজ করেন ডেভিড ধাওয়ানের ‘ডু নট ডিস্টার্ব’ ছবিতে।