সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছি: মমতাজ

ভারতের তামিলনাড়ুর ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’ নামে একটি প্রতিষ্ঠান থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ার দাবি করলেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 04:01 AM
Updated : 13 April 2021, 09:42 AM

শনিবার এক অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টরেট অব মিউজিক’ ডিগ্রি প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মমতাজ।

এ সময় ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মমতাজ জানান, দীর্ঘ ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রায় আট শতাধিক অ্যালবাম প্রকাশ করে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা ও লোকজ সঙ্গীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলায় বিশেষ ভূমিকার জন্য তাকে এ ডিগ্রি দেওয়া হয়েছে।

মমতাজকে যে প্রতিষ্ঠানের তরফ থেকে ‘ডক্টরেট অব মিউজিক’ প্রদান করা হয়েছে সেই গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে কোনও বিশ্ববিদ্যালয়ের নাম ভারতের মোট ৯৭৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাওয়া যায়নি।

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, তারা মূলত গবেষণার জন্য ব্যয়ভার মেটাতে অর্থের বিনিময়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে থাকে।

২০০০ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান করে দর্শকদের মাঝে পরিচিতি পাওয়ার পর আর মমতাজকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার একের পর এক গান শ্রোতামহলে আলোচিত হয়েছে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন মমতাজ।