শিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত

লালনগীতি শিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 05:48 AM
Updated : 11 April 2021, 05:48 AM

বৃহস্পতিবার করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান ৬৭ বছর বয়সী এ কণ্ঠশিল্পী।

ফরিদা পারভীন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।”

শিগগিরই দ্বিতীয় বার পরীক্ষার জন্য নমুনা জমা দেবেন বলে জানান তিনি; রোববার তার সিটি স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার কথা রয়েছে।

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে ক্যারিয়ার শুরুর পর লালনসংগীতে মনোনিবেশের পর শ্রোতাদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা পান ফরিদা পারভীন। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

ফরিদা পারভীন ছাড়াও সংগীতশিল্পী-অভিনয়শিল্পীদের মধ্যে কবরী, আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, রোজি সেলিম, রিয়াজসহ আরও কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।