সনি পিকচার্স’য়ের সব ছবি দেখা যাবে নেটফ্লিক্সে

নতুন চুক্তি অনুসারে ‘স্পাইডার-ম্যান’য়ের পরের পর্বসহ সনি’র সব ছবি প্রদর্শন করতে পারবে নেটফ্লিক্স।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2021, 01:12 PM
Updated : 9 April 2021, 01:12 PM

মার্কিন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সনি পিকচার্সের সঙ্গে নেটফ্লিক্সের নতুন চুক্তি অনুসারে ‘স্পাইডার-ম্যান’য়ের পরের পর্বসহ সনির অন্যান্য সব ছবিই এখন নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকরা ঘরেই উপভোগ করতে পারবেন।

নেটফ্লিক্সের এক বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানায়, ২০২২ থেকে শুরু হবে এই চুক্তির কার্যক্রম। পাঁচ বছর মেয়াদি চুক্তির আওতায় সনি পিকচার্সের নতুন ছবি ছাড়াও পুরানো ছবিগুলোও প্রদর্শন করতে পারবে নেটফ্লিক্স।

নতুন ছবির মধ্যে রয়েছে, মার্ভেলের ‘মরবিয়াস’, ‘হোয়ার দ্য ক্রোডাডস সিং’ এবং ব্র্যাড পিটের ‘বুলেট ট্রেন’।

‘স্পাইডার-ম্যান’ ছাড়াও ‘ভেনম’ ও ‘জুমাঞ্জি’ এবং ‘ব্যাড বয়েজ’ ছবির ধারাবাহিক পর্বগুলোও নেটফ্লিক্সে দেখা যাবে।

তবে নতুন ছবি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে না। প্রথমে হলে প্রদর্শন করা হবে। তারপর সনি’র নির্দেশনা পেলে নেটফ্লিক্স দেখাতে পারবে।