ফারুকের অবস্থার উন্নতি, গুজব না ছড়ানোর অনুরোধ পরিবারের
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 07:12 PM BdST Updated: 08 Apr 2021 11:43 PM BdST
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন তার ছেলে।
Related Stories
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এ অভিনেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইসবুকে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা ৭টায় ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবাকে নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করছি। গত দুই দিনে বাবার শারীরিক অবস্থা আগের তুলনা উন্নতি হয়েছে।”
গত ২১ মার্চ অচেতন অবস্থায় ফারুককে আইসিইউতে নেওয়া হয়েছিল। এখনও আইসিইউতে থাকলেও গত দুইদিন ধরে তিনি সাড়া দিচ্ছেন, কথাও বলেছেন বলে জানান তার ছেলে।
নিয়মিত চেকআপের জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর গিয়েছেন ফারুক। চেকআপের মধ্যেই তার রক্তে সংক্রমণ বেড়ে যাওয়ায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।
এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
-
কোভিড-১৯: ফিরে এলেন না নাদিম-শ্রাবণ জুটির শ্রাবণ
-
সুরকার নাদিম বললেন, ‘আমার শ্রাবণ’ আর বেঁচে নেই
-
করোনাভাইরাসের আক্রান্ত শুভশ্রীকে নিয়ে কটাক্ষ
-
ওয়েব সিরিজে প্রথম অভিনয় করছেন অজয় দেবগন
-
হাসপাতাল ছাড়লেন ফরিদা পারভীন
-
মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
-
কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
-
‘থর’-এর পরের ছবিতে ভিলেন ক্রিশ্চিয়ান বেল
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল